নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, চুঁচুড়া, হুগলি :- বিগত বছরগুলোর মত এবছরও গত ৪ ঠা আগষ্ট অমর শিল্পী কিশোর কুমারের ৯৫ তম জন্মদিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ৯৫ সেণ্টিমিটার কেক কেটে চুঁচুড়ার প্রতাপপুর পার্কে অমর শিল্পীর জন্মদিন পালন করল হুগলির ‘শ্রদ্ধাঞ্জলি ইউনিট’। প্রসঙ্গত গত ত্রিশ বছর ধরে সংস্থাটি কিশোর কুমারকে নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দি আল্টিমেট বায়োগ্রাফি অফ কিশোর কুমার’ -এর রচয়িতা অনিরুদ্ধ ভট্টাচার্য, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী সহ অসংখ্য কিশোর কুমার অনুরাগী।
অনুষ্ঠানে ‘প্রণব কন্যা সংঘ’-এর ছোট ছোট শিশু কন্যাদের হাতে দুর্গা পূজার নতুন জামা কাপড় তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর জয়দেব অধিকারী। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে এলাকার গুণী ও প্রবীণ শিল্পীদের ‘কিশোর স্মৃতি’ সম্মানে সম্মানিত করা হয়। সম্মাননা প্রদান করেন সভাপতি অভিজিৎ মুখার্জি ও কোষাধ্যক্ষ অমিত আয়ু চ্যাটার্জী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অমিত গাঙ্গুলী বর্ষা, ললিত ঝা সহ অন্যান্যরা।
এর আগে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সহ পথচলতি বহু কিশোর অনুরাগী কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সংস্থার যুগ্ম সম্পাদক ডা. নীলাঞ্জন পাঠক বলেন, মহানায়কের নামে যেমন টালিগঞ্জ মেট্রো স্টেশনটির নামকরণ করা হয়েছে তেমনই যদি কোনো একটি মেট্রো স্টেশনের নামকরণ কিশোর কুমারের নামে করা হয় তাহলে সমগ্র শিল্পী জাতি খুশি হবে।
অন্যদিকে সংস্থার সম্পাদক সঞ্জিত চ্যাটার্জী দাবি করেন, আগামী ২০২৯ সালে কিশোর কুমারের ১০০ তম জন্মদিনে যেন কিশোর কুমারকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তিনি বলেন – কিশোর কুমার বাঙালি তথা সমগ্র ভারতবাসীর গর্ব। সুতরাং আমাদের এই দাবি যথার্থ। আমাদের স্থির বিশ্বাস খুব শীঘ্রই আমাদের এই দাবি পূরণ হবে ।