নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রায় আট বছর নিখোঁজ থাকার পর গ্রেফতার হলেন সারদা দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত সারদার ডিরেক্টর মনোজ কুমার নাগেল। তাকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কলকাতার বাগুইহাটি থানার রাজারহাটের একটি হোটেলে হানা দেয় পুলিশ এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয় সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত মনোজ কুমার নাগেলকে। শুক্রবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করে দুর্গাপুর থানার পুলিশ।
প্রসঙ্গত ২০১৩ সালে সারদা কাণ্ডে তোলপাড় হয় রাজ্য। গ্রেপ্তার হয় সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। পাশাপাশি সারদা দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয় সারদা ডিরেক্টর দুর্গাপুরের মনোজ কুমার নাগেলকে। এরপর ২০১৬ সালে মনোজ কুমার নাগেল জামিনে মুক্তি পান। তারপর থেকেই ফেরার ছিলেন তিনি। এদিকে রাজ্যের একাধিক আদালতে আরো মামলা চলছিল এই মনোজ কুমার নাগলের নামে। সেই মামলাগুলি পাঠানো হয় দুর্গাপুর মহকুমা আদালতে। আদালত মনোজ কুমার নাকেলের নামে সার্চ ওয়ারেন্ট বের করে। তারপর থেকেই অভিযুক্ত মনোজ কুমার নাগেলের খোঁজে তল্লাশি চালাচ্ছিল দুর্গাপুর থানার পুলিশ।