সংবাদদাতা,বাঁকুড়াঃ- আর জি করে চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় প্রকৃত তদন্ত চেয়ে গতকাল থেকেই কর্মবিরতি শুরু করে বাঁকুড়া সম্মিলিনী মেডিক্যাল কলেজের জুনিয়ার চিকিৎসকরা। আজ দ্বিতীয় দিনে পড়লো তাদের কর্মবিরতি।
গতকালের পর আজ সকাল থেকেও ইমার্জেন্সি পরিষেবাকে কর্মবিরতির আওতার বাইরে রেখে আনান্য সমস্ত পরিসেবায় কর্মবিরতি চলছে। হাসপাতাল চত্বরে বসে কর্মবিরতিতে সামিল হয়েছেন মেডিক্যাল কলেজের প্রায় সাড়ে ৬০০ পিজিটি, ইনটার্ণ ও হাউস স্টাফরা। তবে আজ রবিবার থাকার কারণে এমনিতেই বন্ধ আউটডোর সহ অন্যান্য পরিষেবা।
আন্দোলনকারীদের দাবী অবিলম্বে আর জি করে চিকিৎসক ছাত্রীর রহস্যমৃত্যুর তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়ার চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিজেদের নিরাপত্তা নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানালেও কোন কাজ হয়নি তাই এই আন্দোলনই তাদের আত্মরক্ষার একমাত্র পথ বলে জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা।