eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বিশাল ক্যারাটে প্রতিযোগিতার আসর

দুর্গাপুরে বিশাল ক্যারাটে প্রতিযোগিতার আসর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে অনুষ্ঠিত হল নবম তম ইনডিপেনডেন্স কাপ সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। দুর্গাপুর সেশিঙ্কাই ক্যারাটে অ্যাসোসিয়েশন ও দুর্গাপুর ক্যারাটে একাডেমির উদ্যোগে আয়োজিত হয়েছিল এই বিশাল প্রতিযোগিতা। যেখানে রাজ্যের ৮ টি জেলা থেকে প্রায় সাড়ে ছশো প্রতিযোগী অংশ গ্রহন করেছিল। ক্যারাটে প্রতিযোগিতার ৬৮ টা বিভাগে প্রতিযোগীরা লড়াই করে। আয়োজক সংগঠনের তরফে জানানো হয় এই প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলা বহু প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগীদের মধ্যে বালক বালিকা ও কিশোর কিশোরী সকলেই ছিল।

এদিনের এই ক্যারাটে প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ শহরের বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments