সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের বার্ণপুরে দিনেদুপুরে অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকায়।
জানা গেছে এদিন সকালে অবসরপ্রাপ্ত রেল কর্মী অলোক কুমার নাগ পরিবারের সদস্যদের নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে গেছিলেন। ঘন্টা তিনেকের জন্য বাড়ি বন্ধ করে মন্দিরে পুজো দিতে গেছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা বাড়ির জানালার গ্রিল কেটে বেডরুমে ঢোকে। তারপর সেখানে থাকা আলমারি ও লকার ভেঙে নগদ আড়াই লক্ষ টাকা ও আরো কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে। অলোকবাবু জানান আলমারি থেকে আড়াই লাখ টাকা ছাড়াও দু’টি সোনার আংটি, কানের দুল ও একটি ব্রেসলেট চুরি গেছে।
অন্যদিকে খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ অলোকবাবুর বাড়ি গিয়ে সব কিছু খতিয়ে দেখে ও বাড়ির সকলের বয়ান গ্রহন করে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যদিও দিনে দুপুরে এই দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।
।