নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে সাড়ম্বরে পালিত হল ৭৮ তম স্বাধীনতা দিবস। সমগ্র স্কুল প্রাঙ্গণটি সুসজ্জিত হয়ে উঠেছিল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায়। শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমাগমে স্কুল প্রাঙ্গনটি হয়ে উঠেছিল মুখর। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ডক্টর সৌভিক রায় (মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ডিএসপি মেন হসপিটাল)। জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।
স্কুলের অধ্যক্ষা ও রিজিওনাল অফিসার ডিএভি ইনস্টিটিউশনস্, (পশ্চিমবঙ্গ শাখা) পাপিয়া মুখার্জী
তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন- স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে আমরা পেলেও প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যেদিন আমাদের মন সংস্কার মুক্ত হবে। তা নাহলে এ স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি আরো বলেন – শুধু স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলে শ্রদ্ধা নিবেদন নয়, বছরের বাকি দিনগুলোতেও এই শ্রদ্ধা যেন অক্ষুন্ন থাকে। অভিভাবক দের উদ্দেশ্যে বলেন তাঁরা যেন তাঁদের সন্তানদের কেবলমাত্র পড়াশোনা নয় সামাজিক অন্যান্য দায়িত্ব পালনে সক্ষম করে তোলেন। তবেই একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশ সম্ভব এবং ভবিষ্যতে বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারবে। অভিভাবকরা যেন তাঁদের প্রত্যাশাকে তাঁদের সন্তানদের স্বপ্নে পরিণত করতে বাধ্য না করেন। তাদের মুক্ত মনে স্বাধীন ভাবে বেড়ে উঠতে দেন। তবেই স্কুল এবং অভিভাবক দের যৌথ উদ্যোগে একজন শিক্ষার্থী সঠিক ভাবে বেড়ে উঠবে। তিনি বলেন এ বছরের থিম হল বিকশিত ভারত।
এরপর স্কুলের এনসিসি, স্কাউট ও হাউজের শিক্ষার্থীরা সমবেত কুচকাওয়াজ, ড্রিল প্রদর্শন করে। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা দেশভক্তি মূলক গান, যোগাসন, নৃত্য, ক্যারাটে, স্কিট প্রদর্শন করে স্কুল প্রাঙ্গণে দেশপ্রেমের আমেজ গড়ে তুলে সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে। দেশের স্বাধীনতায় পশ্চিমবঙ্গের সঙ্গে সহচর রাজ্য তামিলনাড়ুরও যে অবদান ছিল তা শিক্ষার্থীরা নাটক ও নৃত্যের তালে তালে যেভাবে পরিবেশন করে তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে স্কুলের শিক্ষিকা বন্দনা শর্মা অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন।
\