সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ– ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো তারকেশ্বরের তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে। এখানে সকাল থেকেই দেখা যায় যে, আশ্রমের কাশীকানন্দ মহারাজ তারকেশ্বরে যাতায়াত করা সকল যাত্রী দের কপালে চন্দন তিলক পরিয়ে দিচ্ছেন ও নারী , পুরুষ ,বাচ্চা, শিশু, যুবক, যুবতী, বৃদ্ধ,বৃদ্ধা নির্বিশেষে সকলের হাতে তুলে দিচ্ছেন চকলেট ও বিস্কুট।
এই প্রসঙ্গে তারকেশ্বরের কাশীকানন্দ মহারাজ বলেন যে, “ভারত মাতার সন্তানদের কে নিয়েই ভারত মাতার স্বাধীনতা দিবস উদযাপনের চেষ্টা করেছি, কারণ ভারত মাতার সেবা মানেই তো তার সন্তানদের সেবা। জয় রামকৃষ্ণ,জয় মা,জয় স্বামীজি।”