eaibanglai
Homeএই বাংলায়আর.জি.কর কাণ্ডে গর্জে উঠলো সুদূর জার্মানির প্রবাসীরা

আর.জি.কর কাণ্ডে গর্জে উঠলো সুদূর জার্মানির প্রবাসীরা

শুভ্রাচল চৌধুরী, জার্মানি:– আর.জি করের মহিলা ডাক্তার হত্যাকাণ্ডের ন্যায্য বিচার চেয়ে সাধারণ মানুষের গর্জন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে। এইবার সেই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হতে দেখা গেল জার্মানিতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের। এদিন জার্মানির এসেন শহরে ফেস্টুন হাতে প্রতিবাদী আওয়াজে মুখর হতে দেখা গেল ভারতীয় নাগরিকদের।

পশ্চিমবাংলার স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে এই ধরনের বর্বরাচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই হাইকোর্ট কর্তৃক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই- এর হাতে সঁপে দেওয়া হয়েছে। এই নারকীয় হত্যাকান্ডের সাথে জড়িত দোষীদের যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তারই জন্য প্রতিবাদী সূরে মুখরিত হচ্ছে বিভিন্ন অলি থেকে গলি। এখন দেখার বিষয় এটাই এই নির্মম হত্যাকাণ্ডের কি বিচার হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments