eaibanglai
Homeএই বাংলায়স্বাধীনতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল গুসকরা মহাবিদ্যালয়

স্বাধীনতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল গুসকরা মহাবিদ্যালয়

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমানঃ- চলছে মহাবিদ্যালয় প্রতিষ্ঠার হীরক জয়ন্তী বছর। এই পূণ্য বছরটিকে স্মরণীয় করে তোলার জন্য স্বাধীনতা দিবসের দিন গুসকরা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পুরসভার ১৪ নং ওয়ার্ডের আলুটিয়ায় ৬০ টি ফলের চারা রোপণ করা হয়। পরে সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পুরসভার হাতে তুলে দেওয়া হয়। পুরসভার পক্ষ থেকে চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সেই দায়িত্ব স্বাদরে গ্রহণ করেন।

বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুদীপ চ্যাটার্জ্জী, ড. মৈত্রেয়ী রায় সর সহ অন্যান্যরা। পুরসভার পক্ষ থেকে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার সাধনা কোনার, যমুনা শিকারী সহ অন্যান্যরা।

চেয়ারম্যান বলেন, অধ্যক্ষ যে গুরুভার আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা সেটা সর্বতোভাবে পালন করার চেষ্টা করব। তিনি স্থানীয়দের সহযোগিতা প্রার্থনা করেন।

এরআগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একটি শহরের বুকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রায় অংশ নেন অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপকরা এবং এনসিসি ও এনএসএস এর সদস্যরা। পরে মহাবিদ্যালয়ে ফিরে এসে করতালির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ।

এরপর একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কেয়া, তৃষ্ণা, অঙ্কিতার নৃত্য প্রদর্শন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অধ্যক্ষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments