eaibanglai
Homeএই বাংলায়বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– অন্য সময় শান্ত থাকলেও বর্ষার সময় অতিভারী বৃষ্টিপাত হলেই গারুই ও নুনিয়া নদী যে কী ভয়ংকর রূপ ধারণ করে সেটা প্রতিবছর আসানসোলের রেললাইন পাড় সংলগ্ন নীচু এলাকার বাসিন্দারা হাড়েহাড়ে টের পায়। এবার বর্ষাতেও তার ব্যতিক্রম হয়নি । ওই দুই নদীর পার্শ্ববর্তী নীচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। দু’দিন ধরে নিম্নচাপ জনিত একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে রাজ্যর বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোলেও প্রবল বৃষ্টি হয়। যার জেরে নদীর জলস্তর বেড়ে গিয়ে আসানসোলের বিস্তীর্ণ এলাকা জলের তলায় তলিয়ে যায়। এমনকি জলে তোড়ে ভেসে ও তলিয়ে গিয়ে চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তাদের মধ্যে শনিবার আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন সার্কিট হাউসে দুটি পরিবারকে রাজ্য সরকারের সহয়তায় ২ লক্ষ টাকার অনুদান তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক মহকুমা শাসক এস পোন্নাবলম ও আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।

এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, “বাকি দুজনের পরিবারকেও এই সাহায্য করা হবে। রাজ্য সরকার সর্বদা দুর্যোগে আটকে পড়া মানুষকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। যখনই আসানসোলে এমন কোনও বিপর্যয় ঘটে, রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ পদক্ষেপ নেয়। রাজ্য সরকার সমস্ত ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে।”

এছাড়াও মন্ত্রী এদিন গাড়ুই নদী সংস্কার নিয়ে আশ্বাস দিয়ে বলেন, “আসানসোলের গাড়ুই নদী নিয়ে একটা মাস্টার প্ল্যান অবশ্যই হওয়া উচিত। জেলা প্রশাসনের সঙ্গে আসানসোল পুরনিগম ও সেচ দপ্তর বিষয়টি দেখছে৷ আশা করছি, দ্রুত গাড়ুই নদী নিয়ে একটা বন্দোবস্ত হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments