eaibanglai
Homeএই বাংলায়চিকিৎসা করাতে যাওয়ার আগে মর্মান্তিক পরিণতি

চিকিৎসা করাতে যাওয়ার আগে মর্মান্তিক পরিণতি

সংবাদদাতা,আসানসোলঃ- চিকিৎসা করাতে ভিন রাজ্যে যাওয়ার কথা ছিল। তার আগেই মর্মান্তিক পরিণতি ঘটে গেল এক গৃহশিক্ষকের জীবনে। ঘটনা আসানসোলের রূপনারায়ণপুরের।

রবিবার রূপনারায়নপুর স্টেশন সংলগ্ন রেললাইন থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। সীতারামপুর জিআরপি দেহটি উদ্ধার করে। জিআরপি সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর শর্মা (৫৫) তিনি পেশায় একজন গৃহশিক্ষক ছিলেন। তার বাড়ি রূপনারায়ণপুর হটাত কলোনিতে। বাড়িতে তার দুই পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে।

মৃত শিক্ষকের বড় ছেলে কৃষ্ণা প্রসাদ শর্মা জানান এদিন উমাশঙ্করবাবুকে নিয়ে পাটনায় চিকিৎসার জন্য যাবার কথা ছিল তাদের। দশটা সময় বাড়িতে উমাশঙ্কর বাবু বলেন আমি বাইরে থেকে ঘুরে আসছি। তার ছেলে তাকে বলে বাবা তাড়াতাড়ি আসবে। কারণ তাদের একটু পরেই ট্রেন ধরতে যেতে হবে। তারপর অনেকক্ষণ সময় কেটে গেলেও তিনি বাড়ি ফিরে যাননি। বাড়ির সকলেই খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা জানতে পারেন রূপনারায়ণপুর রেল স্টেশনের রেললাইনে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই মতন পরিবারের সদস্যরা স্টেশনে গিয়ে দেখতে পান উমাশঙ্কর বাবুর ছিন্ন ভিন্ন দেহ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments