eaibanglai
Homeএই বাংলায়বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হলো বর্ধমানে

বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হলো বর্ধমানে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পূর্ব বর্ধমান:- ভাই-বোনের ভালোবাসার প্রতীক হলো রাখি বন্ধন উৎসব। জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। এই দিন বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি নামে একটি পবিত্র সূতো বেঁধে দেয়। অন্যদিকে বোনদেরও সমস্ত বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাইয়েরা।

ধীরে ধীরে ইংরেজ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করতে শুরু করে। এই আন্দোলনের মূল আঁতুর ঘর ছিল বাংলা। আন্দোলনকে দুর্বল করার লক্ষ্যে বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করার পরিকল্পনা করেন। পরিকল্পনাকে প্রতিরোধ করার লক্ষ্যে জাতি-ধর্ম নির্বিশেষে হাজার হাজার বাঙালি রাস্তায় নামে। তখন হিন্দু-মুসলিমদের মধ্যে একতার প্রতীক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন। ঐক্যের প্রতীক হিসেবে তিনি উভয় সম্প্রদায়ের মানুষের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্বের বার্তা প্রচার করেন। তাঁর এই প্রচেষ্টা রাখি বন্ধন উৎসবকে নতুন মাত্রা এনে দেয়। তারপর থেকেই দেশ জুড়ে পালিত হতে থাকে এই উৎসব।

যে লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন, যে বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে সৌভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন বর্ধমানের বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে সেই কার্জন গেট চত্ত্বরে ১৯ শে আগস্ট পালিত হলো রাখি বন্ধন উৎসব। স্বাভাবিকভাবেই কার্জন গেটের সামনে আয়োজিত এই অনুষ্ঠান এদিন অন্য মাত্রা এনে দেয়।

বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয়প্রকাশ দাস, সম্পাদক সৌগত সাঁই সহ বেঙ্গল প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এবং কলেজ ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই রাখি বন্ধন উৎসবে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট জনেরা। সংগঠনের সদস্যরা তার হাতে রাখি বেঁধে দেয়।

বি সি রোড দিয়ে যাতায়াতকারী পথচারী, টোটো ও ভ্যান চালক সহ বিভিন্ন পেশার সমস্ত সম্প্রদায়ের মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের মিষ্টিমুখ করানো হয়। এদিন প্রায় ৫৫০ জনের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। তাদের উদ্যোগে খুব খুশি সাধারণ মানুষ।

বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয়প্রকাশ দাস জানান- রাজ্যের অন্যতম এই সাংবাদিক সংগঠন সারা বছর ধরে বৃক্ষরোপণ থেকে শুরু করে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। তাদের সংগঠন আগামীতে আরও বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে। তার সঙ্গে সহমত প্রকাশ করে সম্পাদক সৌগত সাঁই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments