সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- মহাভারতের সময় শিশু পালকে বধ করবার পর যখন কেটে গিয়েছিল শ্রীকৃষ্ণের তর্জনী তখন নিজের শাড়ির আঁচল ছিড়ে দ্রৌপদী বেঁধে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের আঙুলে, সেই কাপড়ের বস্ত্র সহস্র হাজার গুণ করে ফিরিয়ে দেন শ্রীকৃষ্ণ ভগিনী দ্রোপদীকে। সেই থেকেই সূচনা হয় রাখি বন্ধনের, ধর্ম তো আসলে তাই যা মানুষ ধারণ করে রাখে। ধর্ম মানুষকে মানুষের সাথে বেঁধে রাখে, সেই বেঁধে রাখার জন্যই তারকেশ্বরের তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে পালন হলো রাখি বন্ধন উৎসব। ভাই ভাইকে, ভাই বোনকে হাতে রাখি বেঁধে দিলেন। এই দিন একই সাথে দেখা গেলো যে, তারকেশ্বরের তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী কাশীকানন্দজিকেও হাতে রাখি পরিয়ে দিচ্ছেন আগত ভক্তবৃন্দরা।
একই সাথে মহারাজ আগত সকল ভাই-বোনদের উদ্দেশ্যে বললেন এই ভ্রাতৃ প্রেম বা ভালবাসার সকলের সাথে সকলের থাকা উচিত তবেই তো স্বামীজীর বাণী ঠাকুর মায়ের বাণী সার্থক হবে।