eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের কৃতীদের 'দুর্গাপুর সম্মান'

দুর্গাপুরের কৃতীদের ‘দুর্গাপুর সম্মান’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘দুর্গাপুর সম্মান’ অনুষ্ঠান। আগামী ১লা সেপ্টেম্বর সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠানটি। বুধবার দুর্গাপুর নগর নিগমে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো হল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসক মন্ডলীর সদস্যরা।

বৈঠকে জানানো হয় দু’বছরের মধ্যে দুর্গাপুরকে দিশা দেখানো তিনজন উদ্যগপতিকে সম্মান প্রদান করা হবে। আর একজনকে দেওয়া হবে সেরার সেরা সম্মান। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যেমন পড়াশুনা, খেলাধূলা বা কোন শিল্পে দুঃস্থ অথচ কৃতী ও সম্ভাবনাময়ী এমন পাঁচ জনকে এক লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত এদিন বলেন, “এই দুর্গাপুর সম্মান নতুন প্রজন্মকে দিশা দেখাবে। সম্মান প্রাপক ও অনুদান প্রাপকদের নাম চূড়ান্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপুর সম্মান প্রদান করা হবে।”

দুর্গাপুর সম্মানের জন্য ইতিমধ্যেই নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। এজন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। দুর্গাপুর নগর নিগম এবং এডিডিএ দপ্তরে আবেদন করা যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments