সংবাদদাতা,বাঁকুড়াঃ– বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে বড় আলোচ্য বিষয়গুলির মধ্যে জায়গা করে নিয়েছে নারী সুরক্ষা, নারী স্বাধীনতা এবং সমাজের কলুষতা। দিকে দিকে চলছে প্রতিবাদ আন্দোলন। এবার অভয়ার বিচার চেয়ে শিল্পকে বেঁছে নিলেন ববাঁকুড়ার চিত্র শিল্পীরা। মঙ্গলবার রাত আটটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত বাঁকুড়া শহরের কৃষক বাজারে প্রতীকি ছবি এঁকে আর জি কর কাণ্ডের যোগ্য বিচার চেয়ে একটি মৌন প্রতিবাদ করলেন বাঁকুড়ার শিল্পীরা। তুলির আঁচড়ে ফুটে উঠল আগুনের ফুলকি।
বিশিষ্ট চিত্রশিল্পী এবং শিক্ষক শ্রী মহাদেব বলেন, “সারা পৃথিবীর মানুষ একটা জিনিস চাইছেন, এবং সেটা হলো বিচার বা জাস্টিস। আমরাও সেটাই চাইছি তবে মৌন ভাবে শিল্পকে মাধ্যম হিসেবে ব্যবহার করে করছি প্রতিবাদ।” সংস্কৃতি কর্মী মুকুল মুখার্জী বলেন, “আরজি করে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে খেটে খাওয়া পরিশ্রমই মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এটা একটা অশনি সংকেত। এই চিন্তা দূর হোক। সঠিক বিচার আসুক। সমাজ সচেতন হোক। সে কারণেই শিল্পীরা জমা হয়েছেন।”
প্রসঙ্গত প্রতিবাদের ভাষায় বারবার দেখা গেছে শিল্পকে। শিল্পের মাধ্যমে বড় বড় ঐতিহাসিক আন্দোলনের মোড় ঘুরে গেছে বহুবার। মধ্য যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত পাল্টেছে সবকিছু কিন্তু পাল্টায়নি প্রতিবাদের ভাষা। এদিন সেই কথাই প্রমাণ দিল বাঁকুড়ার শিল্পীরা। ছবি এঁকে মৌন হয়ে চেয়ে নিলেন জাস্টিস। এই প্রতিবাদ মৌন হলেও, যেন চিৎকার করছিল প্রত্যেকটি ছবি।