সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল ক্লাবের নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। এবারের নির্বাচন আবারও সভাপতি পদপ্রার্থী হয়েছেন বিদায়ী সভাপতি সোমনাথ বিশোয়াল। রবিবার দুপুরে তিনি সাংবাদিক সম্মেলন করেন। পুরো প্যানেল নিয়ে আসানসোল ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে সোমনাথবাবু বলেন, এবারও আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। নিয়ম মতো আসানসোল ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এটাই হবে আমার শেষ লড়াই। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরে আরো দু বছর আর আসানসোল ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না বলে তিনি জানান। তিনি আরো বলেন, গত ১০৫ বছরের ইতিহাসে আসানসোল ক্লাবে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে গত ৪ বছরে। এই ঐতিহাসিক আসানসোল ক্লাবে যে উন্নয়ন হয়েছে তিনি তার আগের মেয়াদের কিছু কৃতিত্বের কথা উল্লেখ করেন। যেমন আসানসোল ক্লাবে ১০ টি ফাইভ স্টার রুম তৈরি করা হয়েছে। ডিপার্টমেন্টাল স্টোর রেস্তোরাঁ, পাঁচতারা রান্নাঘর, দুটি নতুন লিফট,সুইমিং পুলের ওপরে ম্যারেজ হল, শেড তৈরি করা হয়েছে। এমন অসংখ্য কাজের তালিকা তুলে ধরে তিনি বলেন, এই উন্নয়নমূলক কাজগুলো অব্যাহত রাখতে তিনি আরও একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আবার সভাপতি পদে নির্বাচিত হলে তিনি ভবিষ্যতে প্রবীণ নাগরিকদের মধ্যে থাকবেন। আমরা এর জন্য আসানসোল ক্লাবের ফি কমিয়ে দেব। ক্লাবে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বাইরের কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বিভিন্ন বিভাগ পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে তিনি বলেন যে যখন ক্লাবের ১০৫ তম বছর উদযাপন করা হবে, তখন সমস্ত বলিউড তারকাদের আমন্ত্রণ জানিয়ে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর সাথে, আসানসোল ক্লাবের প্রথম তলায় একটি ইনডোর ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হবে। হোটেল ম্যানেজমেন্ট পাস করা কর্মচারীদের আসানসোলে নিয়োগের সুযোগ দেওয়া হবে। হুক্কা বারকে রয়্যাল ফ্যামিলি রেস্তোরাঁয় রূপান্তরিত করা হবে। আরও অনেক কাজ করা হবে যাতে আসানসোল ক্লাব আরও উচ্চতায় পৌঁছাতে পারে এর সাথে আসানসোল ক্লাবের সদস্য সংখ্যা বাড়ানো হবে। আসানসোল ক্লাবের প্রাক্তন সম্পাদক শোভন নারায়ণ বসুর পদত্যাগপত্র সবার সামনে তুলে ধরে সোমনাথবাবু বলেন, তিনি আসানসোল ক্লাবের সম্পাদক পদ থেকে পদত্যাগের সময় লিখিত দিয়েছিলেন। কিন্তু এখন তিনি বলছেন যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী তাকে অপসারণ করার অধিকার সভাপতির নেই। এর জন্য আলাদা সভা ডাকতে হবে এবং এর পরেই যে কোনও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, শোভন নারায়ণ বসু যা বলছেন তা সম্পূর্ণ ভুল। ব্যক্তিগত কারণ দেখিয়ে সচিব পদ থেকে পদত্যাগ করেন তিনি।
প্রসঙ্গতঃ, আসানসোল ক্লাব নির্বাচন ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। এ নিয়ে উৎসাহ উত্তেজনা তীব্রতর হয়েছে। সভাপতি হিসাবে লড়াই করা সোমনাথ বিশোয়ালের প্যানেলে, লক্ষেশ্বর পান্ডে সেক্রেটারি পদের প্রার্থী, ডাঃ আর কে ঝা সহ-সভাপতি পদের প্রার্থী, রাকেশ গোয়েল কোষাধ্যক্ষ পদে প্রার্থী। দশজন কার্যনির্বাহী সদস্যের প্রার্থীরা হলেন জসমিত সিং মক্কর, অমিতপাল ছাবরা, উমং আগরওয়াল, অঙ্কিত আগরওয়াল, অশোক আগরওয়াল, বিনয় মিহারিয়া, অতুল দাস, শ্রীবর্ধন সরফ, সৌমেন চ্যাটার্জি এবং নিলয় গাঙ্গুলী। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনোদ গুপ্ত।