eaibanglai
Homeএই বাংলায়মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়

মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়

সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল দক্ষিণ থানার সুমথপল্লী এলাকায় মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। যদিও ঐ ব্যবসায়ী রুখে দাঁড়ানোয়, তার কাছ থেকে ছিনতাইকারী কিছু নিতে পারেনি। ঘটনাটি রাত সোয়া দশটা নাগাদ ঘটেছে। জানা গেছে যে দীপঙ্কর চট্টোপাধ্যায় নামে এক ব্যবসায়ী বাইক নিয়ে সুমথপল্লী এলাকায় রাস্তা দিয়ে যাবার সময় এক ছিনতাইকারী বাসায়ীর কাছে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। কিন্তু কিছু বলার আগেই ব্যবসায়ী ওই ছিনতাইকারীর জামার কলার চেপে ধরে চিৎকার শুরু করেন। মোটরবাইকে থাকা ঐ ব্যবসায়ীর সঙ্গে ছিনতাই কারীর ধস্তাধস্তি বেঁধে যায়। তখন ব্যবসায়ী রাস্তায় পড়ে গেলেও কলার ছাড়েননি। সেই সময় তার আশপাশের লোকেরা বাড়ির বাইরে আসার আগেই ঐ ছিনতাইকারী কোনমতে হাত ছাড়িয়ে অন্য এক যুবক সঙ্গীর গাড়িতে চেপে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। এর আগে এই এলাকায় গত একমাসে একাধিক ছিনতাইকারের ঘটনা ঘটেছে। যে কারণে এলাকায় পুলিশের টহল বেড়েছে। কিন্তু তারপরেও অপরাধীদের মনোবল কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তারা প্রকাশ্যে পুলিশকে চ্যালেঞ্জ করছে। গত রাতের ছিনতাইয়ের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টা করার পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার এক ব্যক্তির সিসিটিভিতে। ব্যবসায়ী দীপঙ্কর চট্টোপাধ্যায়ের বার্ণপুরের সুভাষপল্লীতে দোকান আছে। তিনি জানান, “গত রাতে বাইকে করে দোকান বন্ধ করে বাড়ি আসছিলাম। এমন সময় বাড়ির গলিতে ঢোকার মুখে কালো পোশাক পরা এক যুবক আমাকে থামায়। পিস্তল দেখিয়ে যা আছে তা দিতে বলে। আমি প্রতিবাদ করায় ধাক্কাধাক্কি শুরু হয়। তখন ঐ যুবকের কলার চেপে ধরায় বাইকটি পড়ে যায়। আমি চিৎকার করতে থাকি। তা শুনে আশেপাশের লোকজন চলে আসার আগেই সে পালিয়ে যায়।” গত বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় লাগাতার এ ধরনের ঘটনা ঘটছে। যার ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments