eaibanglai
Homeএই বাংলায়বনধকে ঘিরে অশান্ত আসানসোল

বনধকে ঘিরে অশান্ত আসানসোল

সংবাদদাতা,আসানসোলঃ– মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। আর এই বনধকে ঘিরে সকাল থেকে অশান্ত শিল্প শহর আসানসোল।

এদিন বনধের সমর্থনে আসানসোলের রানীগঞ্জে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বনধের বিরোধিতা করে রাস্তায় নামে। সেই সময় উত্তেজনা সৃষ্টি হয়। এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। অন্যদিকে বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা বনধের সমর্থনে নুনী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এদিকে কুলটি থানার ডিসেরগড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় বিজেপি নেতা অভিজিৎ আচার্য বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তার উপর বাঁশ বেঁধে অবরোধ করছিলেন। সেই সময় পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রতিবাদে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। এছাড়া এদিন বার্ণপুরের ত্রিবেনি মোড় থেকে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ ১৫জনকে আটক করে পুলিশ। পাশাপাশি এদিন আসানসোলের ভগৎ সিং মোড় অবরোধ করে বিজেপি কর্মীরা। প্রায় ৩০মিনিট ধরে অবরোধ চলে। অবরোধের জেরে আটকে পড়ে সরকারি বাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments