eaibanglai
Homeএই বাংলায়পঞ্চায়েতে এবার ডিজিটাল সিস্টেম

পঞ্চায়েতে এবার ডিজিটাল সিস্টেম

সংবাদদাতা,বাঁকুড়াঃ– ডিজিটাল সিস্টেম এবার পঞ্চায়েতে। রাজ্য সরকারের নির্দেশে ডিজিটাল পঞ্চায়েত সিস্টেম রূপায়িত হচ্ছে জেলায় জেলায়। যেখানে থাকবে ইউ পি আই পেমেন্টের মাধ্যমে গ্রামবাসীদের ব্যবসা করার সুযোগ সুবিধা, পুরোটাই দেবে ডিজিটাল পঞ্চায়েত সিস্টেম। আর এই নতুন পরিবর্তনে এগিয়ে রয়েছে বাঁকুড়া জেলা। এখনও পর্যন্ত তথ্য ঘেঁটে যা জানা গেছে বাঁকুড়া জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে গ্রাম কেন্দ্রিক জেলা বাঁকুড়া ডিজিটালাইজেশনে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

বাঁকুড়ার মত প্রান্তিক গ্রাম কেন্দ্রিক জেলায় চলছে পঞ্চায়েত ডিজিটাল করার কর্মযজ্ঞ। সেই কর্মসূচির অন্তর্গত গত বুধবার বাঁকুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল ডিজিটাল পঞ্চায়েত সিস্টেম ইনিসিয়েটিভ ২.০ । যেখানে আলোচনা করা হল স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভের আগামী দিনের পদক্ষেপ নিয়ে। কি কি পদক্ষেপ নেয়া হবে? সেই উত্তরে জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক অনির্বাণ রায় জানান, প্রথমত ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে হবে অর্থের লেনদেন। পঞ্চায়েতের ম্যানেজমেন্ট এবং পঞ্চায়েতের অ্যাসেট মানেজমেন্ট সম্বন্ধে স্বচ্ছ ধারণা তৈরি হবে। স্বচ্ছ ধারণা তৈরি হবে স্মার্ট ক্লিনিকের ব্যাপারে। পঞ্চায়েত হেল্প ডেস্ক কি? এবং কিভাবে ব্যবহার করবেন সেই সেই বিষয়বস্তু তুলে ধরা হবে মানুষের সামনে। কি কি সার্টিফিকেট ইস্যু করা হবে পঞ্চায়েতের তরফ থেকে সেটিও তুলে ধরা হয় এদিন। জানা গেল ক্যারেক্টার সার্টিফিকেট,আয়ের শংসাপত্র,আবাসিক সার্টিফিকেট,রক্ত সম্পর্কের সার্টিফিকেট,অবিবাহিত সার্টিফিকেট ,বিবাহের শংসাপত্র ,আইনি উত্তরাধিকারী সার্টিফিকেট ,একই ব্যক্তির শংসাপত্র ,শ্মশান/কবর ঘাট সার্টিফিকেট,দূরত্ব সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলি প্রদত্ত করা হবে ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments