eaibanglai
Homeএই বাংলায়রাতভর মৃতদেহ নিয়ে বিক্ষোভ

রাতভর মৃতদেহ নিয়ে বিক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ– কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা দেখা দিল জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকে। এলাকার একটি স্পঞ্জ আয়রন কারখানায় গত ১৩ আগষ্ট কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন জামুড়িয়া সেখ পুরের বাসিন্দা এক শ্রমিক শিবু টুডু। তড়িঘড়ি তাকে আসানসোল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেলে চিকিৎসারত অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। এরপরই মৃতের পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবিত পরিবারের লোকজন ও স্থানীয়রা গতকাল রাত ৯ টা থেকে মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে বিক্ষোভ শুরু করে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে প্রায় ১৫ ঘন্টার পরে কারখানা কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গতঃ, এর আগেও ২০২০ সালে এই বেসরকারি কারখানায় কাজ করার সময় আহত হয়ে মারা যায় এক কর্মী। তার পরিবারের সদস্যদের কেউ এখন পর্যন্ত কাজ পাননি। এদিন তাদের তরফে দাবি করা হয়, অবিলম্বে এই দুই পরিবারের দুজনকে চাকরিতে নিয়োগ করা হোক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments