eaibanglai
Homeএই বাংলায়পুলিশ ব্যারিকেড ভেঙে রানীগঞ্জ থানায় বিক্ষোভ বিজেপির

পুলিশ ব্যারিকেড ভেঙে রানীগঞ্জ থানায় বিক্ষোভ বিজেপির

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- গতকাল বিজেপির ডাকা বনধের দিন আসানসোলের রানীগঞ্জে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে একাধিক বিজেপি কর্মী ও সমর্থক আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। এদিনের বিক্ষোভ আন্দোলন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি রানীগঞ্জ থানার পুলিশের কড়া সমালোচনা করেন অগ্নিমিত্রা পাল। এদিনের কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় ও সম্পাদক অভিজিৎ রায়।

এদিন দুপুরে রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা ও ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে মিছিল বেরোয়। রানীগঞ্জ বাজার এলাকায় বিক্ষোভ দেখিয়ে রানীগঞ্জ থানার সামনে পৌঁছয় মিছিল। অন্যদিকে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। যদিও বিজেপির কর্মী ও সমর্থকেরা সেই ব্যারিকেডকে একপ্রকার উপড়ে ফেলার চেষ্টা করে। যা নিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি বেঁধে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিন অগ্রিমিত্রা পাল দাবি করেন, গতকাল বনধের সমর্থনে রাস্তায় নামা বিজেপি কর্মী সমর্থকদের উপর স্থানীয় তৃণমূল নেতা বোরো চেয়ারম্যান ও এক কাউন্সিলার সহ চারজনের উপস্থিতিতে তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালায়। এমনকি মহিলাদেরকেও শারীরিক নিগ্রহ করা হয়। ওই ঘটনায় যুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তিনি। তা না হলে তাদের আন্দোলনকে,আরো তীব্রতর করার হুঁশিয়ারি দেন আসানসোল দক্ষিণের বিধায়ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments