eaibanglai
Homeএই বাংলায়ধরা পড়ল শিল্পাঞ্চলের কুখ্যাত দুই চোর ভাই, উদ্ধার স্বর্ণালঙ্কার

ধরা পড়ল শিল্পাঞ্চলের কুখ্যাত দুই চোর ভাই, উদ্ধার স্বর্ণালঙ্কার

সংবাদদাতা,আসানসোলঃ– সিসিটিভি ফুটেজের সাহায্য়ে কুখ্যত দুই চোর ভাইকে গ্রেফতার করল রানীগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হল কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও কাসা পিতলের বাসন। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে সকলের কাছে বিষয়টি তুলে ধরেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। সঙ্গে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অজয় বাগ, ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দলুই সহ এই চুরির ঘটনার তদন্তকারী দলের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে রানীগঞ্জের কুখ্যাত দুই চোর রকি ডোম ও তার ভাই বিক্রম ডোম বেশ কয়েক বছর ধরেই এলাকায় একাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত। রানীগঞ্জের পাশাপাশি তারা দুর্গাপুর কাঁকসা সহ দুর্গাপুর সংলগ্ন একাধিক এলাকায় চুরি চালিয়ে যাচ্ছিল। ইদানিং তারা রানীগঞ্জে ফিরে চুরি শুরু করেছিল। সম্প্রতি রানীগঞ্জের শিশু বাগান এলাকার জ্ঞান ভারতী স্কুল লাগোয়া এলাকায় চুরির ঘটনা ঘটে। সেই চুরির তদন্তে নেমেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বিক্রম ডোমকে চিহ্নত করে পুলিশ এবং তাকে রানীগঞ্জের কুমোরবাজার রাজোয়ার পাড়া এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশের দাবি জেরায় বিক্রম তার দাদা রকি ডোমকে সঙ্গে নিয়ে চুরির কথা স্বীকার করে। পরে রকি ডোমকে শিশু বাগানের পরিতক্ত বাণিজ্যিক ভবন থেকে গ্রেফতার করা হয়। এরপর দুই ভাইকে টানা জিজ্ঞাসাবাদের পর প্রথম দফায় কুমোর বাজারের রাজুয়ার পাড়া এলাকা থেকে বেশ কিছু সোনা রুপোর অলংকার উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে রকি ডোমকে সঙ্গে নিয়ে শিশু বাগানের ওই পরিতক্ত বাণিজ্যিক ভবনে রকি ডোমের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে সেখানে থেকে তার কাপড়-চোপড়, বিছানার মধ্যে থেকে লুকিয়ে রাখা কয়েক লক্ষ টাকার বিভিন্ন স্বর্ণ অলংকার, রুপোর গহনা, কাঁসা-পিতল ও অ্যালুমিনিয়ামের বাসনপত্র সহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

এদিন ডিসিপি ধ্রুব দাস জানান, যে সকল বাড়ির সদস্যরা বাড়ি ফাঁকা রেখে বাইরে যান তাদের বাড়ি গুলিকেই টার্গেট করত দুই ভাই। তাই সকলকে বিষয়টি নিয়ে সচেতন হাওয়ার আবেদন জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments