সংবাদদাতা,আসানসোলঃ- এক আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল সালানপুরের ডাবরগ্রাম। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে চলে তুমুল বিক্ষোভ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অভিযোগ ডাবরগ্রামের বাসিন্দা ৭২ বছর বয়সী প্রৌঢ় সুবোধ মাহাত আট নয় বছরের এক আদিবাসী নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের এক মন্দিরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানী করে। বিষয়টি ওই নাবালিকা তার এক বান্ধবীকে বললে সে তার গৃহ শিক্ষিকা জানায়। গৃহশিক্ষিকা বিষয়টি জানতে পেরে নাবালিকার পরিবারকে জানায়। এরপর বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অভিযুক্ত প্রৌঢ়ের বাড়ি চড়াও হয়। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।পরে উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাত থেকে কোন রকমে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানার রূপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে। পরে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।
অন্যদিকে তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের নেতা জয়েস হাঁসদা সহ আদিবাসী সমাজের মানুষ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।