eaibanglai
Homeএই বাংলায়"অপারেশন সতর্ক" অভিযান, আসানসোল স্টেশনে ধৃত ১

“অপারেশন সতর্ক” অভিযান, আসানসোল স্টেশনে ধৃত ১

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের রেলস্টেশনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টায় আরপিএফ এর উদ্য়োগে শুরু করা হয়েছে “অপারেশন সতর্ক”। শুক্রবার সন্ধ্যায় আসানসোল স্টেশনে “অপারেশন সতর্ক” অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটক করা হয় বেআইনি মদ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আসানসোল স্টেশনের ৩/৪ নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফ ও আসানসোল রেল পুলিশের কর্মীরা সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এক যুবককে আটক করে৷ পরে জানা যায়, ওই যুবকের নাম সৈয়দ শামিম। তার বাড়ি আসানসোলের দক্ষিণ থানার বুধার বুদ্ধ, সামন্ত পাড়ায়। বছর ২৫ এর শামিমকে তল্লাশি করার সময় আরপিএফ ও রেল পুলিশ তার কাছ থেকে একটি সাদা নাইলন ব্যাগ পান। যাতে ৪৮ টি বিয়ারের ক্যান (প্রতিটি ৫০০ মিলি) ছিল। যার বাজার মূল্য ৫ হাজার টাকা। এরপর শামিমকে আসানসোল রেল পুলিশের হাতে তুলে দেয় আসানসোল আরপিএফের পশ্চিম পোস্ট। পরে রেল পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জিআরপি বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ধারা ৪৬/এ (বি) ও ( সি) ধারায় একটি মামলা করে আসানসোল রেল পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments