সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সিমেন্ট মিক্সচার মেশিনে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বেসরকারি কারখানার শ্রমিকের। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ার শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায়। মৃত শ্রমিকের নাম শিবরাম পরামানিক (৩৫), বাঁকুড়ার শালতোড়া থানার কাসকা গ্রামের বাসিন্দা। রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে,সোমবার আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
জানা গেছে, বাঁকুড়ার বাসিন্দা শিবরাম পরামানিক জামুড়িয়ার একটি বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিক হিসাবে কাজ করতেন। তিনি রবিবার বিকেলে অন্য দিনের মতো কারখানায় সিমেন্ট মিক্সচার মেশিন পরিষ্কার করছিলেন। তখন কোনভাবে সেই মেশিনে তিনি পড়ে যান। কিছুক্ষনের মধ্যেই মেশিন বন্ধ করে ওই কর্মীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে শ্রমিক মৃত্যুর ঘটনা জানাজানি হতেই কারখানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত শ্রমিকের পরিবারের লোকজন কারখানায় ছুটে যান ও এককালীন আর্থিক ক্ষতিপূরণ ও একজনের চাকরির দাবিতে বিক্ষোভ দেখানো শুরু করেন। তবে কারখানা কর্তৃপক্ষ পরিবারের একজনকে চাকরির আশ্বাস দিলেও আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়ায় সোমবার বিকেল পর্যন্ত মৃতের পরিজনেরা ময়নাতদন্তের পরেও আসানসোল জেলা হাসপাতাল থেকে মৃতদেহ নেননি।