সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– গৃহকর্তা অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে হাসপাতালে গিয়েছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ফাঁকা বাড়িতে লুট চালালো চোরেরা। আলমারি ভেঙে লুট করে নিয়ে গেল সোনার গয়না ও নগদ সহ কয়েক লক্ষ টাকা। দুঃসাহসিক এই চুরির ঘটনায় রীতিমতো ছাঞ্চল্য ছড়িয়ে পড়ে বার্নপুরের ছোটদিঘারী নূতন পল্লী এলাকায়।
জানা গেছে, বাড়ির মালিক প্রাক্তন ইসিএল কর্মী বৈদ্যনাথ দত্ত অসুস্থ হয়ে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৈদ্যনাথবাবুর অসুস্থার কারণের তাঁর পরিবারের সদস্যরাও বাড়িতে তালা দিয়ে দুর্গাপুরে গিয়েছিলেন। ফলে দুদিন ধরে বাড়ি ফাঁকা পড়েছিল। এরই মধ্য সোমবার রাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই বৈদ্যনাথবাবুর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বাড়িতে ফিরে দেখেন আলমারি ভাঙা। পরিবারের দাবি আলমারি থেকে প্রায় ২৮ ভরির সোনার গয়না ও নগদ ২০ হাজার টাকা খোয়া গেছে।
পরে খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুদিনের মধ্যে কোন একদিন চোরেরা বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে চুরি করে।
এদিকে একদিকে গৃহকর্তার মৃত্যু ও অন্যদিকে বাড়িতে চুরির ঘটনায় বিধ্বস্ত পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না তারা কি করবেন।