নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আরজি কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে সিপিএমের মিছিল ও দলীয় কার্যালয়ে বোমাবাজির ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে আগেই। ঘটনায় গ্রেফতারও হয়েছে ৯ জন। এবার ওই ঘটনার তদন্ত শুরু করলো দুর্গাপুরের ফরেন্সিক বিভাগ। বুধবার দুপুরে চার সদস্যের একটি দল সিটিসেন্টারে সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে এবং দুর্গাপুর নগর নিগম মোড়ে বোমাবাজি জায়গায় নমুনা সংগ্রহ করে।
দুর্গাপুরের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় কুমার মুখোপাধ্যায় এদিন বলেন, “আমাদের কাছে অভিযোগ গিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। শহীদ বিমল দাশগুপ্ত ভবন এবং নগর নিগম মোড় থেকে নমুনা সংগ্রহ করলাম। তদন্তে যা উঠে আসবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং পুলিশের আধিকারিকদের জানানো হবে।”
উল্লেখ্য গত ২৮শে আগস্ট বিজেপির ডাকা বনধের দিন বিকেলে আর জি করের ঘটনার বিচার চেয়ে মিছিলের ডাক দিয়েছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। অভিযোগ, সেই মিছিল যখন সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগম ভবনের কাছে পৌঁছায়, তখন বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী ও সমর্থক । মিছিলে থাকা মহিলা ও পুরুষদের উপরে লাঠি নিয়ে হামলা চালিয়ে মারধর করার পাশাপাশি পর পর বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। শুধু মিছিলের উপর নয়, এরপরে কিছুটা দুরে সিটি সেন্টারেই সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনেও হামলা চালানো হয়। সেখানেও একাধিক বোমা ছোঁড়া হয়। পার্টি অফিসে থাকা একাধিক বাইক ভাঙচুর করা হয়। পরে দুর্গাপুর পুলিশের ডিসিপি (ইষ্ট) অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।