eaibanglai
Homeএই বাংলায়প্রায় ১০০ বছরের পুরনো মাছ বাজার পরিদর্শন

প্রায় ১০০ বছরের পুরনো মাছ বাজার পরিদর্শন

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের প্রায় ১০০ বছরের পুরনো মাছ বাজার সংস্কারের চিন্তা ভাবনা করা হচ্ছে। বৃহস্পতিবার বহু পুরনো এই মাছ বাজার পরিদর্শন করে এমনটাই জানালেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। এদিনের পরিদর্শনে তার সঙ্গে ছিলেন পৌর নিগমের ইঞ্জিনিয়াররাও। যারা প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির মূল্যায়ন করেন।

প্রসঙ্গত প্রচীন এই মাছ বাজারের বহু বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় তা ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এদিন বাজার পরিদর্শন করে পুর চেয়ারম্যান বলেন, “বাজারে অনেক পুরনো ভবন রয়েছে যা এখন দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। খুব শীঘ্রই এই ভবনগুলো ভাঙার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শীঘ্রই আলোচনা করে এইসব ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করা হবে। বাজারকে আধুনিক রূপ দেওয়ার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যাতে এই ১০০ বছরের পুরনো বাজার আরও সুশৃঙ্খল ও নিরাপদ হয়ে ওঠে।” পাশাপাশি তিনি জানান মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বাজারের ড্রেন এবং রাস্তার মেরামতির জন্য আবেদন করা হচ্ছিল। বাজারের অনেক জায়গার অবস্থা খুবই খারাপ,যেগুলির অবিলম্বে সংস্কার প্রয়োজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments