সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– শুরু হয়ে গিয়েছে শরৎ কাল। বাতাসে পুজো পুজো গন্ধ নিয়ে হাজির হয়ে গিয়েছেন গণপতি বাপ্পা। শনিবার গণেশ চতুর্থীর শুভক্ষণে আশানসোল শিল্পাঞ্চলের চারিদিকে শুরু হয়ে গিয়েছে গণেশ পুজো। মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা, তার সঙ্গে থিমের প্রতোযোগিতা।
আসানসোলের ট্রাফিক কলোনির টাইগার ক্লাব তাদের ২২ বছরের গণেশ পূজাতে আসানসোল স্টেশনের উপর থিম করে প্যান্ডেল বনিয়েছে। খোদ ডিআরএম এদিন সকালে পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন। টাইগার ক্লাবের সদস্য নিখিল সিং তাদের থিম সম্পর্কে জানাতে গিয়ে বলেন, মূলত আসানসোল স্টেশনের উপর নির্ভর করে আসানসোল শহর গড়ে উঠেছে। ট্রেনের মাধ্যমে বাইরের রাজ্য থেকে লোক আসানসোল শহরে আসেন রুটি রোজগারের জন্য। আসানসোলবাসী জানুন স্টেশনে কীরকম কাজ হয় । তার জন্য কিছু উল্লেখযোগ্য ছবি পুজো প্যান্ডেলে লাগানো হয়েছে।
পুজোর তিনদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান বসে আঁকো, হনুমান চালিসা পাঠ প্রতিযোগিতা, সুন্দর কাণ্ড পাঠ, জাগরণ, খিচুরি ভোগ খাওয়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে মঙ্গলবার বিসর্জন দেওয়া হবে।