শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– আর.জি করের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও লাগাতার ‘কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। কিন্তু এতো সবের পরেও স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও ‘অভয়া ক্লিনিক’ চালু করলেন তাঁরা। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও ‘ওয়েষ্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্টে’র ‘অভয়া ক্লিনিকে’ উপচে পড়া ভীড়। হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে বিরামহীনভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন ওই সংগঠনের সদস্যরা।
এদিন হাসপাতালে আসা অধিকাংশ মানুষই আন্দোলনের মধ্যে থেকেও জুনিয়র চিকিৎসকদের ‘অভয়া ক্লিনিকে’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অভয়া বিচার পাক ও হাসপাতালের সুষ্ঠু পরিষেবা ফিরে আসুক এমনটাই তারা চাইছেন বলে জানান। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে, নির্দিষ্ট দাবিতে আমরা আন্দোলন করছি। অভয়া ক্লিনিকের মাধ্যমে তাঁদের বক্তব্য আরও বেশী মানুষের কাছে পৌঁছানো ও ‘দিদি’র স্মৃতিতে ও বিচারের দাবিতে এই ‘অভয়া ক্লিনিকে’র পথ চলা শুরু বলে তারা জানান।