eaibanglai
Homeএই বাংলায়একদিনের ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হলো বর্ধমানের ক্লাব

একদিনের ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হলো বর্ধমানের ক্লাব

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান-: আউসগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস ও গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং গুসকরা সুপার কিং পরিচালিত একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হলো বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। গুসকরা কলেজ ময়দানে আয়োজিত টানটান উত্তেজনাপূর্ণ চূড়ান্ত পর্বের খেলায় ২-০ গোলে তারা পাণ্ডুয়ার আল ইআমি এফ সিকে পরাস্ত করে। আলো কমে আসার জন্য একটানা খেলাটি চালিয়ে যাওয়া হয়। অন্তত পাঁচ সহস্রাধিক ফুটবল প্রেমী দর্শক আজকের প্রতিযোগিতার সাক্ষী ছিলেন। বেশ কয়েকজন বিদেশি ফুটবলার বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করে। এমনকি সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ঘানা দলের অধিনায়ক যোশেফকে পর্যন্ত দ্যাখা যায়। প্রতিটি ম্যাচের শেষে সেরা খেলোয়ারকে পুরস্কৃত করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বিজয়ী, বিজিত দলের অধিনায়ক সহ অন্যান্যদের হাতে ট্রফি তুলে দেন।

প্রতিযোগিতায় ধারাবিবরণী দেন বিশিষ্ট বেতার ভাষ্যকার মিহির দাস। খেলার ফাঁকে ফাঁকে তার পরিবেশিত ফুটবল সংক্রান্ত তথ্য ফুটবলপ্রেমী মানুষদের সমৃদ্ধ করে।

প্রসঙ্গত প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল স্বাধীনতা দিবসের দিন। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সেটি স্থগিত রাখা হয় এবং পরিবর্তে ৮ ই সেপ্টেম্বর সেটি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল স্বাধীনতা দিবসের দিন। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সেটি স্থগিত রাখা হয় এবং পরিবর্তে ৮ ই সেপ্টেম্বর সেটি অনুষ্ঠিত হয়।

এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের আটটি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রথম সেমিফাইনালে পাণ্ডুয়ার দলটি ১-০ গোলে গলসীর কাজল গ্রুপ একাদশকে পরাস্ত করে ফাইনালে ওঠে এবং দ্বিতীয় সেমিফাইনালে তেলিপুকুরের দলটি ১-০ গোলে বালির আশীর্বাদ এণ্টারপ্রাইজকে পরাস্ত করে ফাইনালে ওঠে।

একটা সময় বানু, নারান দেয়াশী, পাহাড়ি, শঙ্কর, মদন, প্রদীপ, মুরারী, সালাম, সুকান্ত প্রমুখ প্রাক্তন ফুটবলার শুধু গুসকরা নয় অবিভক্ত বর্ধমান জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবল মাঠে তাদের পায়ের জাদুতে ফুল ছড়িয়েছিলেন। তাদের খেলা দেখে মুগ্ধ হতো ফুটবলপ্রেমী মানুষ। উদ্যোক্তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এইসব বিখ্যাত ফুটবলাররা মাঠে উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানানো হয়।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় অংশ ছিল এমএলএ একাদশ বনাম চেয়ারম্যান একাদশের প্রদর্শনী ফুটবল ম্যাচ। উভয় দলের হয়ে যারা মাঠে নেমেছিলেন তাদের অধিকাংশ জনই দীর্ঘদিন আগেই মাঠ থেকে বিদায় নিয়েছেন। কোমরে চোট নিয়েও মাঠে নামেন চেয়ারম্যান। অন্যদিকে এমএলএ একাদশের মাঠে নামেন বিধায়ক। যদিও শেষ পর্যন্ত এমএলএ একাদশ ১-০ গোলে পরাস্ত হয়।

এই প্রতিযোগিতায় সমস্ত পুরস্কার ও প্রাইজ মানি স্পন্সর করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ফুটবল প্রেমী লালন সেখ, যিনি সেবা কাজের জন্য এলাকায় মানুষের ‘দাতা’ লালন নামে বেশি পরিচিত। মঞ্চ থেকে আগামী দিনে এই প্রতিযোগিতার জন্য আর্থিক পুরস্কার মূল্য দেড়গুণ বৃদ্ধি করার কথা ঘোষণা করেন।

উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, আউসগ্রাম ১ নং ও নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যথাক্রমে অরূপ সরকার ও সেখ লালন, বিশিষ্ট চিকিৎসক সনাতন ব্যানার্জ্জী ও প্রসেনজিৎ ভকত, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবব্রত শ্যাম ও যুব সভাপতি কার্তিক পাঁজা, জয়হিন্দ বাহিনীর শহর সভাপতি উৎপল লাহা, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সহ সভানেত্রী মল্লিকা চোংদার ও জেলার যুব সহ সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী, যুব নেতা সঞ্জু সেখ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার, গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যান বেলী বেগম ও চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ অন্যান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments