নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা দেশ। এমনকি বিক্ষোভের রেশ পৌঁছছে বিশ্বের একাধিক প্রান্তে। সকলের একটাই দাবি ‘বিচার চাই’। ওই পৌশাচিক ঘটনার প্রতিবাদে পথে নেমে স্লোগান তুলে নির্ভয়ার বিচার চাইছেন আট থেকে আশি। এবার নির্ভয়ার বিচার চেয়ে গান বাঁধলেন দুর্গাপুরের লোকশিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায়। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।
এখন ভাদ্র মাস, রাঢ় বাংলায় ভাদু পরবের সময়। এই আবহে ভাদুকে নিয়ে নির্ভয়ার বিচার চাইলেন দুর্গাপুরের এই বিশিষ্ট শিল্পী। নির্ভয়ার বিচার চেয়ে শিল্পী লিখেছেন, “চলরে ভাদু চল,আর জি করে চল। ডাক্তার বোনকে মেরে ফেলল, হায়না পিশাচ দল।…. চল ভাদু চল, বিচার চাইবি জাস্টিস চাইবি রাতবেলায়…।” শিল্পীর মতে, ভাদুর সঙ্গে কোথায় যেন নির্ভয়ার মিল রয়েছে। তাই রাঢ় বঙ্গের ভাদুকে নিয়েই নির্ভয়ার বিচার চেয়ে গান বেঁধে ফেলেছেন তিনি। দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোনের বাসিন্দা জীবনবাবু পেশায় একাধারে একজন ইংরেজির শিক্ষক ও অন্যদিকে বেতার ও দূরদর্শনের অতি পরিচিত বাউলশিল্পী। পাশাপাশি লোকগান ও লোকবাদ্যের শিক্ষক।
জীবনবাবু বলেন, তিনি কোনো রাজনৈতিক লোক নন, তাই রাজনীতির মঞ্চের বদলে গানের মধ্যে দিয়েই নির্ভয়ার বিচার চেয়েছেন। ন্যায্য় বিচার হোক। দোষী সাজা পাক। কাউকে ছোট বা বড় করতে এই গান বাঁধেননি। শিল্পীর একমাত্র মেয়ে বৃতি চ্যাটার্জী কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের লোক সঙ্গীত নিয়ে মাস্টার্স করছেন। তিনি জানান তাঁরা রাস্তায় নেমে স্লোগান তুলে গান গেয়ে প্রতিবাদ করেছেন। এবার বাবার লেখা ও সুর করা গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি তিনি জানান একজন শিল্পী হিসেবে তাঁকেও বিভিন্ন সময়ে অনুষ্ঠান করতে যেতে হয় এবং নানা জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। নির্ভয়ার বিচারের পাশাপাশি প্রতিটি মেয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তিনি।