সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– রেলে কর্মরত গার্ডদের জন্য নতুন নিয়ম করেছে রেল কর্তৃপক্ষ। গার্ডদের জন্য লাইন বক্স হিসাবে পরিচিত ঐতিহ্যবাহী লোহার ট্রাঙ্কগুলিকে প্রতিস্থাপন করে ট্রলি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে ক্ষোভ। প্রতিবাদে বুধবার সারা দেশ জুড়ে প্রতিবাদ প্রদর্শন করে অল ইন্ডিয়া গার্ডস কাউন্সিল। এদিন আসানসোল ডিআরএম ভবনের সামনে বিক্ষোভে সরব হন এআইজিসির সদস্যরা।
এআইজিসির আসানসোল ব্রাঞ্চ সম্পাদক বাবলু প্রসাদ জানান, রেলওয়ে কতৃর্পক্ষ গার্ডদের ট্রেন পরিচালনা করার জন্য একটা লোহার বাক্স বা ট্রাঙ্ক সরবরাহ করেন। সেই বাক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ ছোট বিস্ফোরক থাকে এবং সেগুলো কুলি দ্বারা ট্রেনের গার্ডের কামড়ায় পৌঁছানো হয়। আবার অন্য স্টেশনে গার্ডের ডিউটি শেষ হবার পর কুলি দ্বারা পুনরায় সুনির্দিষ্ট স্টেশনে ট্রেনে করে নিয়ে আসা হতো। কিন্তু বর্তমানে রেলওয়ে কতৃর্পক্ষ বাক্স সরিয়ে ট্রলি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে করেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যার বিষয় হল ওই ট্রলি ব্যাগ নিজ দায়িত্বে বাড়ি নিয়ে যেতে হবে এবং কর্মক্ষেত্রে নিয়ে যেতে হবে। এদিকে ব্যাগে রাখা বিস্ফোরক থেকে কোনো দুর্ঘটনা ঘটে গেলে বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই ব্যাগ বহন করতে রাজি নন রেল গার্ডরা।
উল্লেখ্য রেলওয়ে বোর্ড প্রথমে ২০০৬ সালে ট্রলি ব্যাগ দিয়ে লোহার ট্রাঙ্ক প্রতিস্থাপনের প্রস্তাব করেছিল। কিন্তু গার্ড এবং লোকো পাইলটদের তীব্র বিরোধিতা ও আদালতে মামলার দরুণ তখন তা সম্ভব হয়নি।