সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো দু’জনের। মৃত দু’জনই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। মৃতরা হলেন চিত্তরঞ্জন পূজারু বয়স ৬১ বছর। তিনি ইন্দপুরের উত্তর পায়রাচালির বাসিন্দা। অন্যজন এক বৃদ্ধা, বয়স ৬৬ বছর। তিনি ওন্দার পুনিশোল গ্রামের বাসিন্দা। স্বাস্থ্য দপ্তরের তরফে ডেঙ্গিতে মৃত্যুর কথা নিশ্চিত করে জানানো হয়েছে দু’জনেরই কিডনির সমস্যা ছিল। তবে ওই বৃদ্ধার ডেঙ্গি পরীক্ষা একটি বেসরকারী হাসপাতালে হয়েছিল। মৃত দু’জনেই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
বাঁকুড়া মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়েছে এই মুহুর্তে হাসপাতালে ১৯ জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। সকলেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে বর্তমানে জেলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।