eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ভাদুগানের উৎসব

দুর্গাপুরে ভাদুগানের উৎসব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ঐতিহ্যবাহী ভাদু উৎসবকে বাঁচিয়ে রাখতে দুর্গাপুরে আয়োজন করা হল হারিয়ে যাওয়া ভাদুগানের উৎসব। উৎসবের আয়োজন করেছিলেন শিল্প শহরের বিশিষ্ট বাউল তথা লোকশিল্পী ও বেতার দূরদর্শনের এতি পরিচত নাম জীবন কিশোর চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত ভাদ্র মাসে রাঢ় বঙ্গের অন্যতম একটি জনপ্রিয় উৎসব ভাদু উৎসব। যদিও গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ভাদু পরব বর্তমান সময়ে হারিয়ে যেতে বসেছে। আর এই উৎসবের সঙ্গেই ধীরে ধীরে বিলুপ্তির পথে এই পরবের গান ভাদু গান। টেকনলোজি ও সোশ্যাল মিডিয়ার যুগে নতুন প্রজন্মের কাছে এই ভাদু গান বলতে গেলে বিস্মৃত। তাই নতু করে এই লোকগানকে ফিরিয়ে আনতে প্রচেষ্ট হয়েছেন রাঢ় বাংলার লোকশিল্পী দুর্গাপুরের এ-জোনের বাসিন্দা জীবন কিশোর বাবু। আর এই প্রচেষ্টার অঙ্গ হিসেবেই শুক্রবার দুর্গাপুর শহরের বুকে হারিয়ে যাওয়া ভাদুগানের উৎসবের আয়োজন করেন তিনি। এদিন বিকেলে স্টিল টাউনশিপের এ-জোনে মেজর পার্কে নিজের ছাত্র ছাত্রীদের নিয়ে ভাদু গানের সুরে মেতে ওঠেন শহরের বাউল শিল্পী।

এদিন হারিয়ে যাওয়া ভাদু গান শুনতে ভিড় জমিয়েছিলেন শহরের বহু মানুষ। ভাদু গানের সুরে মেতে ওঠে আট থেকে আশি। প্রবীণরা এই গানের সুরে ফিরে পান তাঁদের ছেলেবেলার স্মৃতি। অন্যদিকে নতুনপ্রজন্ম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ভাদুগানের মনোমুগ্ধকর সুর।

এই উৎসবে সঙ্গত দিতে কলকাতা থেকে এসেছিলেন লোকশিল্পী বৃতি চট্টোপাধ্যায় ও ঢোল বাদক সৌদীপ চক্রবর্তী এবং সুখ্যাত বাঁশি শিল্পী সুনিল ডোম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments