eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আক্রান্ত পুলিশ, ধৃত ৪ পশ্চিমবঙ্গ এনভিএফ কর্মী সহ ৯

দুর্গাপুরে আক্রান্ত পুলিশ, ধৃত ৪ পশ্চিমবঙ্গ এনভিএফ কর্মী সহ ৯

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মদ্যপ অবস্থায় পুলিশের উপর চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ এনভিএফ কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎাসাধীন পুলিশের এক এএসআই। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের (এনভিএফ) হেডকোয়ার্টারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। যদিও পুরো ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি এনভিএফের আধিকারিকরা।

জানা গেছে, ৩৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমবঙ্গ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের (এনভিএফ) হেডকোয়ার্টারের ভেতর বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজো উপলক্ষ্যে বুধবার রাতে চলছিল জলসা। স্থানীয়দের অভিযোগ প্রচণ্ড আওয়াজ করে লাউড স্পিকার বাজিয়ে চলছিল জলসা। এমনকি রাত বারোটা বেজে গেলেও লাউড স্পিকারের আওয়াজ কমেনি। স্থানীয়দের কাছ থেকে সেই খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ এনভিএফ হেডকোয়ার্টারে পৌঁছায় এবং লাউডস্পীকার বন্ধ করার কথা জানাতেই এএসআই সঞ্জয় ঘোষের উপর হামলা চালায় মদ্যপ অবস্থায় থাকা কয়েকজন এনভিএফ কর্মী। খবর পেয়েই কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজন এনভিএফের কর্মী শীতল দাস,নুরমান মিদ্যা,মনসা রাম সরেন,যোগেশ্বর গড়াই সহ চার সাউন্ডম্যানকে গ্রেফতারকরে। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় এদিন জানান, ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments