নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর স্টেশন বাজারের রেডিমেড জামা কাপড়ের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল। দমকল বাহিনী দেরিয়ে আসায় অগ্নিকাণ্ডের ভয়াবহতা আরও বেড়ে যায় বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে পুজোর মুখে এই ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অনুমান শুক্রবার ভোররাতে ওই দোকানে আগুন লাগে। এদিন ভোর প্রায় ৫টা নাগাদ প্রাতঃভ্রমণকারীরা প্রথম ওই দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপর তারা কোকওভেন থানায় খবর দেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল বাহিনী আসতে দেরি করায় প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করে। নাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারতো বলে দাবি। কারণ আগুনের লেলিহান শিখা পাশের ইলেকট্রিক পোলে লেগে যেতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। অভিযোগ, ভোর সাড়ে পাঁচটা নাগাদ দমকলে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছন প্রায় দেড় ঘণ্টা দেরিতে। ফলে স্থানীয় ব্যবসায়ী ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। এরপর দমকল কর্মীদের প্রায় আধ ঘন্টার চেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে।