সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের কুলটিতে প্রকাশ্যে যুবককে গুলি করে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে কুলটি বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই। ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হন এক যুবক। বর্তমানে সে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে জখম যুবকের নাম কৃষ্ণা নুনিয়া ( ৩৯)। তার বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে। শুক্রবার রাত পৌনে দশটা নাগাদ কুলটি থানার চিনাকুড়ি ৯/১০ নম্বর এলাকায় রাস্তার পাশে মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিল ওই যুবক। তখন তাকে লক্ষ্য দুষ্কৃতিরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে যায় কুলটি থানার পুলিশ এবং জখম যুবককে উদ্ধার করে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবকের শরীরের চারটি গুলি লেগেছে। তার মধ্যে একটা গুলি বের করা গেছে এবং তার শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ যুবকের ভাই আকাশ নুনিয়া জানান, তার দাদা চারচাকা গাড়ির চালক। কে বা কারা গুলি চালিয়েছে তা তিনি বা তার পরিবারের কেউ জানেন না। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, এর আগেও এলাকায় বেশ কয়েকটি গুলি চলার ঘটনা ঘটেছে। সেইসব ঘটনায় এখনও কোনও অপরাধী ধরা পড়েনি। পাশাপাশি এলাকা দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে বলেও দাবি তাদের। স্থানীয়দের পাশাপাশি প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ও দাবি করেছে গুলি চলার ঘটনা এলাকায় নতুন কিছু নয়। এর আগেও এলাকায় প্রকাশ্যে গুলি চলেছে।
পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চলছে।