নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপি যুব মোর্চার বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ল দুর্গাপুরের গুরুত্বপূর্ণ রাস্তা। শুক্রবার রাস্তা সংস্কারের দাবিতে দুর্গাপুরের স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। যার নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। বিক্ষোভের জেরে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। পরে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
এদিন বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, “দুর্গাপুর রেলওয়ে স্টেশন এবং দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে রাজ্য সড়কে যেতে হলে সমস্যার মুখে পড়তে হচ্ছে গাড়ির চালকদের। উল্টে যাচ্ছে বাস টোটো,অটো। রাস্তা সংস্কারের দাবি করা হলেও কোন ব্যবস্থা নেয়নি দুর্গাপুর নগর নিগম বা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। তাই আমরা প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নেমেছি। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”
অন্যদিকে বিজেপির এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “রাজ্য সরকার প্রতিমুহূর্তে এই রাজ্যের উন্নয়নের কথা ভাবেন। ওই রাস্তায়ও দ্রুত সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। বিজেপি এখন কোন ইস্যু না পেয়ে মানুষকে দুর্ভোগে ফেলতে রাস্তা অবরোধ করছে।”