নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শনিবার বিশ্ব ডিমেনশিয়া দিবসে দুর্গাপুরের আরোগ্য নিউরো ক্লিনিকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের। যেখানে পল্লী চিকিৎসকদের এই রোগ সম্পর্কে তথ্য দেওয়া হয় এবং রোগী ও তার স্বজনদেরও সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউরো ক্লিনিকের পরিচালক তথা সিনিয়র নিউরো ডক্টর ডাঃ প্রবীণ কুমার যাদব। তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেন। তিনি বলেন, “এটি অ্যামনেসিয়া বা স্মৃতিশক্তি হ্রাস রোগ, যা বার্ধক্যে দেখা দেয়। যেখানে মানুষ শুরুতে তাৎক্ষণিক জিনিস ভুলে যায়, সময়ের সাথে সাথে পুরনো জিনিসও ভুলে যেতে থাকে। এই রোগ থেকে দূরে থাকতে এবং সঠিক সময়ে রোগ নির্ণয় ও রোগীকে সঠিক ভাবে পরিচর্চা করতে এই রোগের বিষয়ে সাধারণকে সচেতন হতে হবে।” পাশাপাশি তিনি জানান, এই রোগ থেকে বাঁচতে হলে মানুষকে তাদের খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে। সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে। এছাড়া ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মানসিক চাপ ও ওজন কমাতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বর্তমানে সারা বিশ্বে প্রায় ৫৫ মিলিয়ন মানুষ এই রোগে ভুগছে এবং শুধুমাত্র ভারতে এই সংখ্যাটা প্রায় ৯ মিলিয়ন। সারা বিশ্বে পাশাপাশি ভারতেও এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।