নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। বাকি আছে হাতে গোনা মাত্র কটা দিন। তার আগে দুর্গাপুজোর সরকারি অনুদানের টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। এবারের দুর্গাপুজোয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার মোট ১১৭০ টি দুর্গাপুজো কমিটিকে রাজ্য সরকারি অনুদান দেওয়া হবে। তার মধ্যে রবিবার দুর্গাপুরের নির্বাচিত পুজো উদ্যোক্তাদের হাতে এই অনুদান তুলে দেওয়া হল। এই উপলক্ষ্যে রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠানের প্রথমে দুর্গাপুর মহকুমার পুজোর গাইডলাইন প্রকাশ করা হয়। এরপর নির্বাচিত ৯টি পুজো কমিটির হাতে পুজো অনুদানের ৮৫,০০০টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি বাকি পুজো কমিটিগুলিকেও খুব শীঘ্রই পুজো অনুদান দেওয়া হবে বলে জানানো হয়। এবার দুর্গাপুর মহকুমার মোট ১৭৫টি পুজো কমিটিকে এই সরকারি পুজো অনুদান দেওয়া হবে।
অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস এস পোন্নাবালাম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট জনেরা উপস্থত ছিলেন।
এর আগে শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানে আসানসোল শিল্পাঞ্চলের নির্বাচিত ৯ টি পুজো কমিটির সদস্যদের হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়।