eaibanglai
Homeএই বাংলায়বৃষ্টির জেরে ভেঙে পড়ল সেতুর একাংশ, বিপাকে গ্রামবাসীরা

বৃষ্টির জেরে ভেঙে পড়ল সেতুর একাংশ, বিপাকে গ্রামবাসীরা

সৌমি মণ্ডল, বাঁকুড়া-: গত কয়েকদিন ধরে কখনো হাল্কা কখনো বা ভারী বৃষ্টি হচ্ছিল। জলমগ্ন হয়ে পড়েছিল নদীর উপর থাকা সেতু। জল সরতেই দ্যাখা গ্যালো নদীর উপর থাকা সেতুর একাংশ ভেঙে পড়েছে। ঘটনাটি বাঁকুড়ার ছাতনা ব্লকের। এখানে অড়কষা নদীর উপর আছে সাপড়দা কজওয়ে। এরই একাংশ ভেঙে পড়েছে। এরফলে ওই ব্লকের উত্তরের গ্রামগুলির সঙ্গে দক্ষিণের গ্রামগুলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সমস্যায় পড়ে গ্যাছে কাঁটাপাহাড়ি, ধবারগড়্যা, ফুলকুসমা, জামবনি, লায়েকডি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। ঘুরপথে প্রায় দশ কিমি. অতিরিক্ত ঘুরে তাদের আসতে হচ্ছে নিকটবর্তী ভগবানপুর স্বাস্থ্যকেন্দ্র। অথচ এই রাস্তা ধরেই অতি সহজেই তারা পৌঁছে যেত স্বাস্থ্যকেন্দ্রে। অন্যদিকে তেঘরি অঞ্চলের সাথে মেট্যালা অঞ্চলের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতু। অড়কষা নদীর তীব্র জলস্রোত সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে।

কজওয়ের ভগ্নদশা দেখে চিন্তিত হয়ে পড়েছে ওইসব গ্রামের বাসিন্দারা। সাপড়দা গ্রামের দ্বিজপদ ঘোষ, গুণারাম ঘোষ প্রমুখরা বলেন, পুজোর মুখে বড্ড ক্ষতি হয়ে গ্যালো। বহু মানুষ এই রাস্তা ধরে যাতায়াত করত। অবিলম্বে তারা প্রশাসনের কাছে কজওয়েটি সংস্কারের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments