সঙ্গীতা চৌধুরী,পূ্র্ব মেদিনীপুর- গত ২২শে সেপ্টেম্বর পাশকুড়ার চাঁপাডালি গ্রামের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায় ‘উই কেয়ার ফাউন্ডেশন’। প্রায় ৮০০ জনের রান্না করা খাবার ও ১৫০০ লিটার জল নিয়ে উই কেয়ার ফাউন্ডেশন পৌঁছে যায় বন্যা দুর্গতদের পাশে। জল ভেঙে প্রায় ৮০০ জন বন্যা দুর্গত মানুষের কাছে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়। দীর্ঘ পাঁচ দিন পর গ্রামবাসী ভাত ডিম সব্জি স্বাদ পেয়ে রীতিমত আনন্দিত হয়।
গ্রামবাসীরা এই প্রসঙ্গে জানান, চাঁপাডালি গ্রামের অবস্থা ভীষণ খারাপ। ওখানেই নদীর বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকেছে। কারেন্ট, জল, খাবার কোন কিছুরই জোগান ছিল না । বর্তমান পরিস্থিতিতে জল নামতে স্বাভাবিক হবার চেষ্টা করছে সবাই। এখনও বহু মানুষ বাঁধের ওপর অস্থায়ী ভাবে রয়েছে। অনেকেই দোকান ঘরে আশ্রয় নিয়েছে।
‘উই কেয়ার ফাউন্ডেশন’র সম্পাদক সৌমেন সামন্ত বলেন, “আমরা সবাই মিলে চেষ্টা করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পেরেছি এটাই আমাদের কাছে আনন্দের। যে সমস্ত মানুষ সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।” সংগঠনের কোষাধ্যক্ষ শৌভিক পন্ডা বলেন, “মানুষের সহযোগিতা না থাকলে আমরা এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারতাম না। আগামী সময়ে এইভাবে ‘উই কেয়ার ফাউন্ডেশনে’র পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।”