সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দেউলী গ্রামে বিশালাকার পাইথন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে গ্রামের বেশ কিছু যুবক স্থানীয় জলাশয়ে মাছ ধরার জন্য জাল ফেলেছিল। কিন্তু মাছের বদলে জালে ওঠে এক বিশালাকার পাইথন। মুহুর্তের মধ্যে পাইথন উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। এবং বিশালাকার সাপটি দেখতে ভিড় জমায় গ্রামের মানুষ। এরপর খবর দেওয়া হয় গঙ্গাজলঘাটি বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ও সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীদের কাছ থেকে জানা যায় সাপটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট। বনদপ্তর সূত্রে জানা গেছে পরে ওই সাপটিকে গঙ্গাজলঘাটির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।