eaibanglai
Homeএই বাংলায়শোনপুরে ভগবতী মাতার পূজা উপলক্ষ্যে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শোনপুরে ভগবতী মাতার পূজা উপলক্ষ্যে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আর জি কর হাসপাতালের অনাকাঙ্খিত ও মর্মান্তিক ঘটনাবলীর পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের দূর্নিবার আন্দোলন, প্রকৃতির খেয়ালসৃষ্ট অসহনীয় গরম, এরপরেই অবিশ্রান্ত বর্ষণ এবং একাধিক নদীতে জলস্ফীতির ফলে বন্যা পরিস্থিতি ইত্যাদির ভ্রুকুটির মধ্যেও বাংলার মানুষের সাংস্কৃতিক কর্মসূচী, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদিতে ছেদ পড়েনি।

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শোনপুর গ্রামে ১৩ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীশ্রী ভগবতী মাতা পূজা উপলক্ষ্যে আয়োজিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল সাড়ম্বরে। অনুষ্ঠানের দিনগুলোতে যাত্রা, সঙ্গীতের আসর ইত্যাদি উপভোগ করেন কয়েক হাজার মানুষ। উপস্থিত বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের মধ্যে ছিলেন সৌমী বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা ভট্টাচার্য্য, অর্পিতা চক্রবর্ত্তী, শুভম হালদার, অর্ঘ্য ভট্টাচার্য্য প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments