eaibanglai
Homeএই বাংলায়২০০ কোটি টাকা ডাকঘর আর্থিক কেলেঙ্কারি মামলায় সাজা ঘোষণা

২০০ কোটি টাকা ডাকঘর আর্থিক কেলেঙ্কারি মামলায় সাজা ঘোষণা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রানিগঞ্জ ডাকঘরের ২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি মামলায় ১৮ বছর পর সোমবার সাজা ঘোষণা করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। মামলায় রানিগঞ্জ পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার দ্বীগবিজয় মুখোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাশাপাশি ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সাজা শোনালেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। এই মামলায় দোষী সাব্যস্ত সহকারী পোস্ট মাস্টারের স্ত্রীও অন্যতম অভিযুক্ত হিসাবে ছিলেন। কিন্তু এই মামলা চলাকালীনই তিনি মারা যান। এই মামলায় মোট ৬৯ জন সাক্ষী দিয়েছেন।

সিবিআই সূত্রে জানা গেছে, ২০০০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে রানিগঞ্জ পোস্ট অফিসে ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়। পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ২০০৬ সালে এই কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব পায়। তারা সবমিলিয়ে ১১ টি মামলা করেছিলো। তার মধ্যে এখনো পর্যন্ত দুটো মামলার শুনানি শেষে রায় ঘোষণা করা হয়েছে। সোমবার যে সাজা ঘোষণা করা হয়েছে, সেটি দ্বিতীয় মামলা।

জানা যায়, এই মামলায় তদন্তে সহকারী পোস্ট মাস্টারের আয় বহির্ভূত ৫৩ লক্ষ টাকার সম্পত্তির হদিশ পায় সিবিআই। এই সম্পত্তি তার কাছে কোথা থেকে এলো, তার কোন সদুত্তর দিতে পারেননি সহকারি পোস্ট মাস্টার। এমনকি এই পোস্ট মাস্টারের একাধিক আত্মীয় পরিজনদের নামেও ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট বা এনএসপি ও কিষাণ বিকাশ পত্র বা কেবিপি হদিশ পাওয়া যায়। এরপরই সিবিআই পিসি আইনের ( প্রিভেনশন অফ করাপশন এ্যাক্ট) ৩৯/২ (১) নং ধারায় মামলা করে।

সাজা প্রাপ্ত পোষ্ট মাস্টার এই রায়ের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments