সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– খাদ্য সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখতে ও সাধারণ ক্রেতারা যাতে না ঠকেন, সেই বিষয়টি নিশ্চিত করতে বুধবার বৃষ্টির মধ্যেই দোকানে দোকানে হানা দিল সরকারি দপ্তরের আধিকারিকদের। প্রসঙ্গত এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয় আসানসোল শিল্পাঞ্চলে। সেই বৃষ্টি উপেক্ষা করেই এদিন বরাকর, নিয়ামতপুর বাজারে চলে এই অভিযান। যেখানে সরকারি আধিকারিকদের সঙ্গে ছিলেন বরাকর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা।
সরকারি আধিকারিকরা বিভিন্ন খাবার দোকান থেকে শুরু করে মুদির দোকান এবং মিষ্টির দোকানের গুদাম পরিদর্শন করেন এবং তাদের সাবধান বাণী দেন যাতে খাবারের জিনিস সুরক্ষিত থাকে এবং প্যাকেটজাত খাবারের তৈরি করা ও এক্সপেয়ারি ডেট ভালোভাবে পরীক্ষা করে তবে যেন বিক্রি করা হয়।
অন্যদিকে চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা জানান সরকারি আধিকারিকদের হানাতে তারা খুশী ও সরকারি এই সিদ্ধান্তেরও তারা প্রশংসাও করেন।