সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায় শ্যুট আউটের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃত ব্যক্তির নাম নাম গোপাল মাহাতো, সে চিনাকুরি ননিয়া বস্তির বাসিন্দা। অভিযুক্তকে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হলে তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ধৃতকে হেফাজতে নিয়ে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরোনো বিবাদের জেরেই প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত উল্লেখ্য,গত শুক্রবার রাতে আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি ৯-১০নম্বর এলাকায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যন উজ্জ্বল চ্যাটার্জির বাড়ি সংলগ্ন এলাকায় কৃষ্ণা ননিয়া নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় কৃষ্ণা ননিয়ার শরীরের একাধিক জায়গায় গুলি লাগে এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি।
এরপর চিনাকুড়ি এলাকায় দুষ্কৃতীদের তল্লাশিতে অভিযান শুরু করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এবং অবশেষে সোমবার রাত্রে ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে।