নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ পিতৃপক্ষের অবসানে শুরু দেবীপক্ষ। হিন্দু শাস্ত্র মতে আশ্বিন মাসে শুক্লপক্ষে অমাবস্যার এই পুন্য তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করে তপর্ণ করতে হয়। এদিন উত্তর পুরুষের হাত থেকে জল পেয়ে তৃপ্ত হয়ে পিতৃলোকে ফিরে যান পূর্বপুরুষরা। তপর্ণ কথার অর্থ হল তৃপ্তির উদ্দেশ্যে জলদান। তবে এই জলদান শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সর্বভূতের উদ্দেশ্যেই করা হয়।
এদিন ভোর থেকেই নদী ও জলাশয়ে তপর্ণের জন্য ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপুর ব্যারেজের জলাধারেও চলে শাস্ত্রীয় মতে তর্পণের রীতি। বহু মানুষ এদিন নদীর ঘাটে ভিড় জমিয়েছিলেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দানের জন্য। চলে বৈদিক মন্ত্র পাঠ করে জল দানের রীতি। এদিন দুর্গাপুরের বিসর্জন ঘাটে তর্পণ করতে উপস্থিত হয়েছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। পুর্বপুরুষদের পাশাপাশি আরজি কাণ্ডের নির্যাতিতার আত্মার শান্তি কামনা করেও তর্পণ করেন তিনি। এর পাশাপাশি প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকেও দেখা যায় তর্পণ করতে।