সন্তোষ কুমার মণ্ডলঃ– মামার বাড়িতে বেড়াতে গিয়ে মহালয়ার বিকেলে মাছ ধরতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পুকুরের জলে তলিয়ে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। মৃতের নাম শুভম সেনগুপ্ত। সে বার্নপুরের বিদ্যানন্দপুরের বাসিন্দা।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে শুভম দিন কয়েক আগে বার্নপুরের পুরুষোত্তমপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার বিকেলে তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিলো। কিন্তু বাড়ি ফেরার বদলে সে এদিন বিকেলে স্থানীয় কয়েকজন বন্ধুর সঙ্গে এলাকারই একটি পুকুরে মাছ ধরতে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় অসাবধনতাবশত আচমকাই সে পা পিছলে পুকুরের জলে পড়ে যায় এবং মুহুর্তের মধ্যে জলে তলিয়ে যায়। বন্ধুরা সঙ্গে সঙ্গে পুকুরের জলে নামে। আশপাশের লোকেরাও দৌড়ে যান ও খোঁজাখুজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পুকুরের জল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ও আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা করে শুভমকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে খবর পয়ে হাসপাতালে ছুটে যান কিশোরের পরিবারের লোকজন ও আচমকা ঘটে যাওয়া এই মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন সকলে।
বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে কিশোরের মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।